Bangladesh Goethe A1/A2/B1/B2 এক্সাম রেজিস্ট্রেশন চলাকালীন আমাদের Monitoring System-এ মাত্র ৪জন (4) সাবস্ক্রাইবারকে একই সাথে মনিটরিং করার পারমিশন দিয়া হয়, এর বেশি না। নির্ধারিত সময় সকাল ৯টায় সিট বুক করতে পারলে সাবস্ক্রিপশনের পুরো টাকা ১০০% ক্যাশব্যাক পাবেন, ইন শা আল্লাহ। সেইসাথে ২০% ক্যাশব্যাক অফারতো থাকছেই! অফারগুলো শুধুমাত্র রেজিস্ট্রেশনের আগেই সাবস্ক্রিপশন নেওয়া ইউজারদের জন্য প্রযোজ্য।
অফারগুলো পেতে এখনো সময় বাকি আছে:

মনিটরিং সিস্টেম সম্পর্কে

EuroZoom একটি স্বয়ংক্রিয় মনিটরিং সিস্টেম, যা বিশেষভাবে A1/A2 এবং B1/B2 লেভেলের “Select Modules” অপশনটি ওপেন হওয়ার সাথে সাথে সবার আগে তা ডিটেক্ট করার জন্য ডিজাইন করা হয়েছে।

বাংলাদেশ Goethe Institut-এর সকাল ৯ টার রেজিস্ট্রেশন সেশনে অনেকেই যখন সিট বুক করতে পারেনা বা ১৫-২০ মিনিটের মধ্যেই সিট ফুল হয়ে যায় (প্রকৃত পক্ষে প্রথম রেজিস্ট্রেশনে সকাল ৯টাই সব গুলো সিট ওপেন করেনা), তখন অনেকেই হতাশ হয়ে পড়েন। কিন্তু জানেন, পরবর্তীতে আবার বাংলাদেশ Goethe Institut মাঝে মাঝে অল্প অল্প করে কিছু সিট ওপেন করে দেয়। এই অপ্রত্যাশিত ‘Select Modules’ ওপেন পরবর্তী ৪/৫ দিনের জন্য চলতে পারে। সকাল ৯ টার প্রথম রেজিস্ট্রেশনের পরবর্তী সময়ে A1/A2 বা B1/B2 পরীক্ষার ‘Select Modules’ আবার কখন এবং কোন সময় ওপেন করবে, তা কেউ নিশ্চিত করে জানে না। তাই প্রথম রেজিস্ট্রেশন সেশনের পরবর্তী সময়ে যদি ‘Select Modules’ আবার ওপেন হয়, সেই সময় সবচেয়ে দ্রুত যারা ‘Select Modules’ দেখতে পান, তারাই সিট বুক করতে সক্ষম হন। আমাদের মনিটরিং সিস্টেম ঠিক এখানেই কাজ করে — এটি আপনার ব্রাউজার থেকে অটোমেটিক চলতে থাকবে, আপনাকে বারবার পেজ রিফ্রেশ বা ম্যানুয়ালি চেক করার ঝামেলা থেকে মুক্তি দেবে এবং যখন ‘Select Modules’ ওপেন হবে, তখনই আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অ্যালার্ম বাজবে, যাতে আপনি সবার আগে খবর পেয়ে দ্রুত সিট বুক করতে পারেন।

সবচেয়ে দারুণ বিষয় হলো, মনিটরিং চলাকালীন আপনি যদি পেজ থেকে ব্যাক করেন বা অন্য কোনো লিঙ্কে যান, তবুও আপনার মনিটরিং বন্ধ হবে না। মনিটরিং চলাকালীন আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অন্য যেকোনো কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। যেমন: YouTube দেখা, Facebook ব্যবহার, Google সার্চ, অথবা অন্যান্য ওয়েব ব্রাউজারে ভিজিট করা — সবই করতে পারবেন। এতে মনিটরিং সিস্টেমের কোনো সমস্যা হবে না এবং এটি নিরবিচারে ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাবে। তাই আপনি নিশ্চিন্তে অন্যান্য কাজ করতে পারবেন। ‘Select Modules’ ওপেন হওয়া মাত্রই আপনার কম্পিউটার/ল্যাপটপে জোরে অ্যালার্ম বাজবে এবং মোবাইলের ইমেইল ও টেলিগ্রামসে অটোমেটিক মেসেজ চলে যাবে একদম দ্রুত, নির্ভরযোগ্য এবং ঝামেলাহীন উপায়ে।

আমাদের মনিটরিং সিস্টেমটি ঢাকা গোয়েথের রেজিস্ট্রেশনের দিন গুলোতে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের লোকালহোস্টে ওপেন করে রাখতে হবে, সেই জন্য আপনার একটি ল্যাপটপ/কম্পিউটার প্রয়োজন! তবে আপনার ল্যাপটপ/কম্পিউটার না থাকলে আপনি চাইলে শুধু মাত্র আপনার মোবাইলের ইমেইল ও টেলিগ্রামের মেসেজের মাধ্যমেও ব্যবহার করে সুফল পেতে পারেন

আপনার পছন্দের প্ল্যান পারচেজ করার পর- আমরা আপনার ল্যাপটপ/কম্পিউটারে প্রয়োজনীয় প্রোগ্রামিং সেটআপ করে দেবো- যা আমরা আমাদের সাবস্ক্রিপশন মেম্বারদের Google Meet বা AnyDesk-এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সেটআপ করে দিই। এটি ১০০% নিরাপদ এবং সেটআপ শেষে ব্যবহার করা একদম সহজ।

আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে, মনিটরিং সিস্টেম তত দ্রুত আউটপুট দিতে পারবে, ইন শা আল্লাহ।

আমরা কাউকেই সিট বুকিং করতে পারার ১০০% গ্যারান্টি দিই না। শুধুমাত্র মনিটরিং সিস্টেম ব্যবহার করলেই আপনি সিট পাবেন, বিষয়টা এমন নয়। এটি মূলত সকাল ৯টার প্রথম রেজিস্ট্রেশনে যারা সিট বুক করতে ব্যর্থ হন তাদের জন্য। কারণ, রেজিস্ট্রেশন শুরুর দিন থেকে আগামী ৪/৫ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধা ৭টার মধ্যে যেকোনো সময় ২ থেকে ৫বার করে রেজিস্ট্রেশন এর জন্য 'Select Modules' আবার ওপেন করা হয়। সিট সংখ্যা খুবই সীমিত থাকে, যার কারণে যারা প্রতিনিয়ত পেজ রিফ্রেশ/রিলোড করে তারাই তখন অন্যদের তুলনায় খুব দ্রুত রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সিট বুক করতে সক্ষম হয়। এটি সময়নির্ভর একটি কাজ এবং অনেক ধৈর্য দরকার। রেজিস্ট্রেশন পেজ মাঝেমাঝে অতিরিক্ত রিফ্রেশ/রিলোড করার জন্য Goethe Institut আপনার IP ব্লক করে দিতে পারে, যার ফলে আপনি রেজিস্ট্রেশনের সময় "http" লেখা দেখতে পাবেন, এমনটা দেখা দিলে কয়েক ঘন্টার জন্য আপনার ডিভাইস থেকে সিট বুক করা সম্ভব নয়।

EuroZoom এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি ২৪/৭ নিরবিচারে মনিটরিং করতে পারে। এটি সময় ও মানসিক চাপ দুটোই কমিয়ে আনে, বিশেষ করে যাদের হাতে কম সময় আছে।

যেভাবে শুরু করবেন

নির্ধারিত সময় সকাল ৯টায় সিট বুক করতে পারলে সাবস্ক্রিপশনের পুরো টাকা ১০০% ক্যাশব্যাক পাবেন, ইন শা আল্লাহ। আপনার সাবস্ক্রিপশনের লাস্ট ডেট/সময় পর্যন্ত আমাদের মনিটরিং সিস্টেম ব্যবহার করে আপনি যদি B1/B2 সিট বুক করতে না পারেন, তাহলে আপনার জন্য থাকছে ২০% ক্যাশব্যাক। অফারগুলো শুধুমাত্র রেজিস্ট্রেশনের আগেই সাবস্ক্রিপশন নেওয়া ইউজারদের জন্য প্রযোজ্য।

আমাদের মনিটরিং সিস্টেম সেটআপ প্রক্রিয়া:

১। প্রথমে আমাদের ওয়েবসাইটের হোমপেজে থাকা পছন্দের প্যাকেজ থেকে Start Now বাটনে ক্লিক করে WhatsApp জয়েন হয়ে মেসেজ দিন কোন প্ল্যান টি নিতে চান।

২। আপনাকে একটি গুগল ফর্ম দেওয়া হবে, পছন্দের মনিটরিং প্ল্যান অনুযায়ী নির্ধারিত পরিমাণ টাকা Send Money করার পর, সেখানে আপনার পার্সোনাল তথ্য এবং পেমেন্ট প্রমাণ (স্ক্রিনশট) দিয়ে সাবমিট করতে হবে।

৩। পেমেন্ট কনফার্ম হওয়ার ৬ ঘণ্টার মধ্যেই আপনার ল্যাপটপ বা কম্পিউটারে মনিটরিং সিস্টেম AnyDesk-এর মাধ্যমে সম্পূর্ণ সেটআপ করে দেওয়া হবে।

৪। আপনার সাবস্ক্রিপশন প্ল্যান অনুযায়ী আমরা লাইভ সার্ভারে একটি ভ্যালিডিটি তারিখ সেট করে দেবো, যেন নির্ধারিত সময় শেষে অ্যাক্সেস বন্ধ হয়ে যায়।